নাট্যজন মান্নান হীরা আর নেই

বরেণ্য নাট্যকার ও অভিনেতা মান্নান হীরা আর নেই। বুধবার রাত ৮টার দিকে রাজধানীর ইসলামী ব্যাংক হাসপাতালে তার মৃত্যু হয়। তিনি স্ত্রী, এক সন্তান এবং অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভাপতিমণ্ডলীর সদস্য ঝুনা চৌধুরী। তিনি জানান, রাতে এই নাট্যকারের মরদেহ মরচুয়ারিতে থাকবে। বৃহস্পতিবার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে শ্রদ্ধা জানানোর জন্য রাখা হবে। সেখান থেকে সিরাজগঞ্জের গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হবে।
মান্নান হীরা পথনাটকের আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন দীর্ঘদিন। আমৃত্যু পথনাটক পরিষদের সভাপতি ও আরণ্যক নাট্যদলের অধিকর্তা। তার নাট্য রচনার প্রধান উপজীব্য হচ্ছে বঞ্চিত মানুষ ও দরিদ্র জনপদ। বিশেষ করে তার পথনাটক বিশাল কৃষিজীবী মানুষ, তাদের উৎপাদন ও উপকরণ কেন্দ্র করে লেখা।
মান্নান হীরা প্রায় ১৫টি নাটক লিখেছেন। উল্লেখযোগ্য নাটকগুলির মধ্যে আছে লাল জমিন, ভাগের মানুষ, ময়ূর সিংহাসন, সাদা-কালো ইত্যাদি। ‘মূর্খ লোকের মূর্খ কথা’ মান্নান হীরা রচিত ও নির্দেশিত অন্যতম পথনাটক। তার পথনাটক ভারতবর্ষের বিভিন্ন প্রদেশে নিয়মিতভাবে অভিনীত হয়ে থাকে। একইসঙ্গে তার একাধিক নাটক অনূদিত হয়ে দিল্লি, হংকং, পাকিস্তান, নেপলসহ অনেক দেশে প্রদর্শিত হয়ে আসছে।
মান্নান হীরা ২০১৪ সালে সরকারের অনুদানে শিশুতোষ চলচ্চিত্র ‘একাত্তরের ক্ষুদিরাম’ তৈরি করেন। এটি তার পরিচালিত একমাত্র চলচ্চিত্র। এর বাইরে ‘গরম ভাতের গল্প’ ও ‘৭১-এর রঙপেন্সিল’ নামে দু’টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রও পরিচালনা করেন। ২০০৬ সালে তিনি নাটক শ্রেণিতে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করেন।