কুয়াকাটায় বরিশাল প্রেসক্লাবের বর্ণাঢ্য আনন্দ ভ্রমণ

আড়ম্বরপূর্ণ আয়োজন আর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের দুইদিন ব্যাপী আনন্দ ভ্রমণ। গত ২৪ ও ২৫ ফেব্রুয়ারি সূর্যোদয়-সূর্যাস্তের বেলাভূমি সাগরকন্যা কুয়াকাটায় স্ত্রী-সন্তানদের নিয়ে প্রানের উৎসবে মিলিত হন প্রেসক্লাবের সদস্যরা।
দুইদিন ব্যাপী আনন্দ ভ্রমণে ছিল আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, র্যাফেল ড্র এবং হাউজিসহ আরো নানা আয়োজন। এছাড়াও আনন্দ ভ্রমণ অনুষ্ঠানে প্রেসক্লাব সদস্য বেলায়েত বাবলুর লেখা “আমার আমি” বইয়ের মোড়ক উন্মোচন করেন প্রেসক্লাবের জ্যেষ্ঠ নেতৃবৃন্দ।
এর আগে শুক্রবার সকাল সাড়ে ৯টায় বরিশাল জিলা স্কুল মোড় থেকে তিনটি বাসে কুয়াকাটার উদ্দেশে আনন্দ ভ্রমণে যাত্রা শুরু করেন প্রেসক্লাবের সদস্যরা। এরপর কুয়াকাটায় পৌঁছে প্রকৃতির সাথে মিশে যান তারা। দিনভর পরিবারের সদস্যদের নিয়ে ঘুরাঘুরি শেষে সন্ধ্যার পর পরই শুরু হয় একেরপর এক অনুষ্ঠানমালা।
শুরুতেই বার্ষিক আনন্দ ভ্রমণের বিষয়বস্তু এবং পরিবার নিয়ে প্রেসক্লাবের সদস্যদের শুভেচ্ছা জানাতে হোটেল সি-ভিউ’র নিচতলায় শুরু হয় সংক্ষিপ্ত আলোচনা সভা। এতে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি কাজী নাসির উদ্দিন বাবুল।
এসময় আরও বক্তব্য দেন প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী মেহেরুন নেসা, প্রেসক্লাবের বর্তমান সহ-সভাপতি পুলক চ্যাটার্জি, সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন, দৈনিক যুগান্তরের ব্যুরো প্রধান আক্তার ফারুক শাহিন, সাংবাদিক ইউনিয়ন বরিশালের সভাপতি সাইফুর রহমান মিরণ, সাধারণ সম্পাদক ফিরদাউস সোহাগ, সহ-সভাপতি রাহাত খান, গিয়াস উদ্দিন সুমন, আনন্দ ভ্রমণ উপ-কমিটির সদস্য খান রফিক, সাংস্কৃতিক উপ-কমিটির আহ্বায়ক কে.এম নয়ন।
আলোচনা সভায় সঞ্চালনার দায়িত্বে ছিলেন শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাবেক সহ-সাধারণ সম্পাদক দেবাশীষ চক্রবর্তী ও বেলায়েত বাবলু। এসময় সাংবাদিক নেতৃবৃন্দ প্রেসক্লাব আয়োজিত এমন মিলনমেলার প্রশসংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের আয়োজনে স্ব স্ব অবস্থান থেকে পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
আলোচনা সভা পরবর্তী শুরু হয় মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে সঙ্গীত পরিবেশন করেন বরিশালের নামকরা ব্যান্ড গ্রুপের সদস্যরা। তাদের পাশাপাশি মনমুগ্ধকর সঙ্গীত পরিবেশ করে স্টেজ মাতিয়ে তোলেন বরিশাল প্রেসক্লাবের সিনিয়র সদস্য ও যুগান্তরের ব্যুরো প্রধান আক্তার ফারুক শাহিন। গানের তালে তালে নেচেগেয়ে আনন্দ ভ্রমণ অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলেন শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সিনিয়র সদস্য জিয়া শাহিন, জাকির হোসেন, বেলায়েত বাবলু, সাঈদ মেমন, সুখেন্দু এদবর, আরিফিন তুষার, এম মোফাজ্জেল, এম লোকমান, নাসিমুল হক, সাহিন হাসান, জে.খান স্বপন, সাগর বৈদ্য, সৈয়দ মেহেদী হাসান, জুয়েল মাহমুদ, প্রেসক্লাবের অফিস সহকারী মানিকসহ অন্যান্য সদস্যরা।
সাংস্কৃতিক অনুষ্ঠানের পূর্বে প্রেসক্লাব সদস্য বেলায়েত বাবলুর লেখা “আমার আমি” বইয়ের মোড়ক উন্মোচন করেন প্রেসক্লাবের জ্যেষ্ঠ সদস্যবৃন্দ। তাছাড়া সাংস্কৃতিক অনুষ্ঠানের পর পরই শুরু হয় হাউজি খেলা। হাউজি খেলা পরিচালনায় ছিলেন আনন্দ ভ্রমণ উপ-কমিটির আহ্বায়ক কেএম নয়ন, সদস্য খান রুবেল ও সহযোগী সদস্য ইমরান সালাউদ্দিন।
এরপর অনুষ্ঠিত হয় আনন্দ ভ্রমণের প্রধান আকর্ষণ র্যাফেল ড্র। প্রাণবন্ত উপস্থাপনায় পুরো র্যাফেল ড্র অনুষ্ঠান পরিচালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন। র্যাফেল ড্র’র এই পর্বে প্রেসক্লাবের আনন্দ ভ্রমণে বাড়তি আমেজ বাড়িয়ে দেন বর্তমান সময়ের জনপ্রিয় ইউটিউবার কুয়াকাটার সন্তান সাদ্দাম মাল। তিনি অনুষ্ঠানের একাংশে কৌতুক পরিবেশন করেন। র্যাফেল ড্র ছাড়াও অংশগ্রহণকারী প্রেসক্লাব সদস্যদের জন্য ছিল টি-শার্ট এবং কমন উপহার। সবমিলিয়ে আনন্দ ভ্রমণের দুটি দিন কর্মব্যস্ততার ফাঁকে পরিবার নিয়ে আনন্দ-উৎসবে মেতে ওঠেন প্রেসক্লাবের সদস্যরা।