নানা আয়োজনে ডিডাব্লিউএফ, আনোয়ারা বেগম ও রাজধানী নার্সিং কলেজে নার্সিং ডে পালন

নানা আয়োজনে ডিডাব্লিউএফ, আনোয়ারা বেগম ও রাজধানী নার্সিং কলেজে নার্সিং ডে পালন

 

নানা আয়োজনে ডিডাব্লিউএফ ও আনোয়ারা বেগম নার্সিং কলেজের নার্সিং ডে পালন করেছে।

শুক্রবার ১২ মে দিনব্যাপী নানা আয়োজনে ডিডাব্লিউএফ নার্সিং কলেজ, আনোয়ারা বেগম ও রাজধানী নার্সিং কলেজে অনুষ্ঠিত হয় আধুনিক নার্সিং সেবার অগ্রদূত ফ্লোরেন্স নাইটিঙ্গেল এর জন্মদিন ও নার্স ডে।

শোভাযাত্রা, আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে কেক কেটে উদযাপন করেন শিক্ষক -শিক্ষার্থীর ও কর্মকর্তারা।ডিডাব্লিউএফ নার্সিং কলেজ, আনোয়ারা বেগম ও রাজধানী নার্সিং কলেজের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরেই বাংলা মেডিকেল হাসপাতাল এর পরিচালক সাইফুল ইসলাম। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক জহিরুল ইসলাম। ডিডাব্লিউএফ নার্সিং কলেজের পরিচালক মেহেরুন্নেসা বেগম ,বাসন্তী রানি-উপধ্যাক্ষ,ডিডাব্লিউএফ নার্সিং কলেজ।নার্স ডে উপলক্ষে আনোয়ারা বেগম নার্সিং কলেজ ও ডিডাব্লিউএফ নার্সিং কলেজ কর্তৃক সকাল সাড়ে দশটায় অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য শোভাযাত্রা।

শোভাযাত্রা শেষে স্ব স্ব প্রতিষ্ঠানে আনোয়ারা বেগম নার্সিং কলেজের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।আলোচনা সভায় তুলে ধরা হয় ফ্লোরেন্স নাইটিঙ্গেল এর  জীবনী ও নার্সিং সেবায় তার বিভিন্ন অবদান ও কার্যক্রম। এসময় অধ্যাপক জহিরুল ইসলাম বলেন আন্তর্জাতিক দিবসে আমাদের শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানের সেবা বাংলাদেশে দেয়ার জন্য তৈরি হতে হবে। সেবার ব্রত নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে ভূমিকা পালন করতে হবে।