নারায়ণগঞ্জে ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত ৯৫

নারায়ণগঞ্জে করোনা আক্রাম্ত হয়ে আরও একজনের মৃত্যুর ঘটনা ঘটেছে। এছাড়াও গত ২৪ ঘন্টায় করোনা পজেটিভ শনাক্ত হয়েছেন আরও ৯৫ জন। রবিবার সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় জেলা সিভিল সার্জন কর্তৃপক্ষ।
গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৪০৩টি। এ নিয়ে নারায়ণগঞ্জে করোনা পজেটিভ রোগীর সংখ্যা ১৪ হাজার ৩৪০ জন এবং এ পর্যন্ত মারা গেছেন ২২৪ জন। একদিনে সুস্থ হয়েছেন আরও ১৮ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৩ হাজার ৩৩৯ জন।