নারায়নগঞ্জে যুবদল কর্মী নিহতের প্রতিবাদে বরিশালে বিএনপি’র প্রতিবাদ

নারায়নগঞ্জে যুবদল কর্মী নিহতের প্রতিবাদে বরিশালে বিএনপি’র প্রতিবাদ

নারায়নগঞ্জে যুবদল নেতা শাওন প্রধানকে গুলি করে হত্যা এবং বিএনপি’র বিভিন্ন কর্মসূচীতে হামলার প্রতিবাদে বরিশালে প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপি। কেন্দ্রিয় কর্মসূচীর অংশ হিসেবে বরিশাল জেলা দক্ষিন ও উত্তরের যৌথ উদ্যোগে আজ শনিবার সকাল সাড়ে ১১টায় নগরীর সদর রোডের দলীয় কার্যালয় চত্ত্বরে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। 

দক্ষিন জেলা বিএনপি’র আহ্বায়ক মুজিবুর রহমান নান্টুর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন উত্তর জেরা বিএনপি’র আহ্বায়ক দেওয়ান মো. শহীদুল্লাহ, দক্ষিন জেলা বিএনপি’র সাবেক সাধারন সম্পাদক আবুল কালাম শাহিন এবং উত্তর জেলা বিএনপি’র সদস্য সচিব মিজানুর রহমান মুকুল সহ অন্যান্যরা। 

সমাবেশ থেকে ভোলা এবং নারায়নগঞ্জে পুলিশের গুলিতে ৩ বিএনপি কর্মী নিহতের প্রতিবাদ জানানো হয়। এসব ঘটনা তদন্ত করে অভিযুক্ত পুলিশ সদস্যদের বিরুদ্ধে দৃস্টান্তমূলক ব্যবস্থা গ্রহনের দাবী জানানো হয় সমাবেশে। 

এর আগে বিভিন্ন উপজেলা থেকে খন্ড খন্ড মিছিল সদর রোডের দলীয় কার্যালয় চত্ত্বরে সমবেত হয়। 

বিএনপি’র প্রতিবাদ সমাবেশকে কেন্দ্র করে যে কোন অনাকাংখিত পরিস্থিতি মোকাবেলায় সদর রোড সহ আশপাশের এলাকায় মোতায়েন ছিলো বিপুল সংখ্যক পুলিশ।