মুলাদীর গাছুয়া ইউনিয়ন কৃষকলীগের আহবায়ক কমিটি গঠন

বাংলাদেশ আওয়ামীলীগের অন্যতম সহযোগী সংগঠন কৃষকলীগের মুলাদী উপজেলার গাছুয়া ইউনিয়নের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
রবিবার বিকাল ৪টায় গাছুয়া ইউনিয়নের বিডিসিএইচ, নতুন বাজারে অনুষ্ঠিত কর্মীসভায় প্রধান অতিথি ছিলেন, গাছুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ জসিম উদ্দিন।
উপজেলা কৃষকলীগের সভাপতি এস এম কামাল পাশার সভাপতিত্বে ও সাধারন সম্পাদক বদরুজ্জামান বদরুল ফকিরের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মীসভায় বক্তব্য রাখেন, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলতাফ হোসেন হাওলাদার, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অহিদুজ্জামান তালুকদার আনোয়ার, উপজেলা কৃষকলীগের যুগ্ন-সম্পাদক হুমায়ুন কবির সিকদার, রাশেদ খান তোতা, সাংগঠনিক সম্পাদক মনির হোসেন তফাদার, উপজেলা ছাত্রলীগ সভাপতি জুবায়ের আহম্মেদ জুয়েল, কাজিরচর ও চরকালেখান ইউনিয়ন কৃষকলীগের নেতৃবৃন্দ সহ ইউনিয়ন আওয়ামীলীগ ও কৃষকলীগের নেতাকর্মী।