নিজেদের কন্ডিশনে জিম্বাবুয়ে বিপজ্জনক দল

নিজেদের কন্ডিশনে জিম্বাবুয়ে বিপজ্জনক দল

জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হেরেছে সফরকারীরা। কাগজে-কলমে দুর্বল হয়েও প্রথমবারের মতো সিরিজ হারের স্বাদ পেতে হয় বাংলাদেশকে।

শুক্রবার থেকে শুরু হচ্ছে ওয়ানডে সিরিজ। এই ফরম্যাটেও জিততে হলে নিজেদের সেরাটাই খেলতে হবে বলে বিশ্বাস অধিনায়ক তামিম ইকবালের।

বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘দুই দলের শক্তি বিচার করলে আমরাই এগিয়ে। তবে ক্রিকেটে নির্দিষ্ট দিনে যে ভালো করবে, জিতবে সেই দলই। টি-টোয়েন্টিতে তো জিম্বাবুয়ে আমাদের চেয়ে ভালো খেলেছে বলেই সিরিজ জিতেছে। এখানেও একই কথা। যদি ওদের হারাতে চাই, নিজেদের সেরা খেলাটাই খেলতে হবে। নিজেদের কন্ডিশনে জিম্বাবুয়ে বিপজ্জনক দল।’

সিরিজ জিততে তাহলে কী করতে হবে? জবাবে তামিম বলেন, ‘এতোদিন ধরে আমরা যেটা সঠিকভাবে করে এসেছি, সেটিই করতে হবে। আর যে জিনিসগুলো ঠিকঠাক করিনি, ভুল করেছি, সেগুলো ঠিক করতে হবে। মোটকথা, প্রক্রিয়াটা যথাযথভাবে অনুসরণ করতে হবে। কঠিন পরিস্থিতিতেও আমরা যেন ভালো করতে পারি।’