বাংলা সংস্কৃতি ও ঐতিহ্য পরিচয়ে আমরা গর্বিত বাঙালী: বিএমপি কমিশনার

বাংলা সংস্কৃতি ও ঐতিহ্য পরিচয়ে আমরা গর্বিত বাঙালী: বিএমপি কমিশনার

শহিদ আব্দুর রব সেরনিয়াবাত টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ‘সার্সটেক’ পিঠা উৎসব ১৪২৮ উদ্বোধন উপলক্ষে বরিশাল মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার  মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম-বার প্রধান অতিথি বক্তবে বলেন, ‘স্বাধীনতার পঞ্চাশ বছর পূর্তির ঊষালগ্নে বাঙালী জাতির অন্যতম ঐতিহ্যবাহী এই পিঠা উৎসব উদযাপন উপলক্ষে আমরা প্রত্যয় ব্যক্ত করতে চাই, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ডাকে যে আকাঙ্খা ও দেশপ্রেম নিয়ে লাখো শহীদের রক্তের বিনিময়ে, এ দেশ স্বাধীন হয়েছিলো সে আকাঙ্খা বাস্তবায়নে বাঙালী ঐতিহ্য সমুন্নত রেখে সকলকে এগিয়ে আসতে হবে।’

গত বুধবার ১৫ ডিসেম্বর সন্ধ্যায় শহিদ আব্দুর রব সেরনিয়াবাত টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে প্রঙ্গনে ‘সার্সটেক’ পিঠা উৎসব উদ্বোধন কর হয়।
পুলিশ কমিশনার আরও বলেন, করোনা আমাদের সামাজিক ও শারীরিকভাবে বিচ্ছিন্ন করে রাখলে ও সহনশীল পর্যায়ে থাকায় স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে ভালোর চর্চা করতে হবে। সংস্কৃতি ও ঐতিহ্যের চর্চায় এগিয়ে শহিদ আব্দুর রব সেরনিয়াবাত টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, যার অন্যতম উদাহরণ এই উৎসবমুখর পরিবেশ।

 উদ্বোধন শেষে তিনি বিভিন্ন পিঠা স্টল পরিদর্শন করেন।

এসময় আলো উপস্থিত ছিলেন, কলেজ এর শিক্ষক, শিক্ষার্থী,  কর্মকর্তা ও কর্মচারীসহ পিঠা উৎসবে আগত দর্শনার্থীবৃন্দ।