নিরাপদ খাদ্য ও নির্মল বাতাসে ছাদ বাগানের গুরুত্ব

নিরাপদ খাদ্য ও নির্মল বাতাসে ছাদ বাগানের গুরুত্ব

নিরাপদ খাদ্য এবং নির্মল বাতাসের জন্য ছাদ বাগানের গুরুত্ব অপরিসীম, মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং প্রাণিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

রোববার জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে 'বৈশ্বিক উষ্ণতা নিরসনে ছাদ বাগানের গুরুত্ব' শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। সেমিনারটি জাতীয় প্রেস ক্লাবের সহযোগিতায় ‘ঢাকা শেকড়’ এর উদ্যোগে আয়োজন করা হয়।

উপদেষ্টা বলেন, ছাদ বাগান শুধু নিরাপদ খাদ্য এবং নির্মল বাতাসের জন্য প্রয়োজনীয় নয়, বরং এটি পরিবেশ দূষণ কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বর্তমানে বায়ু ও ধুলা দূষণ কমাতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ। তিনি জানান, নিজের ছাদ বাগানের অভিজ্ঞতার কথা তুলে ধরে, ২১টি লাউসহ বিভিন্ন সবজি উৎপাদনের মাধ্যমে নিরাপদ খাদ্যের অভাব মেটানোর চেষ্টা করেছেন।

তিনি আরও বলেন, ছাদ বাগানের পাশাপাশি মানুষকে বারান্দা বাগানে উৎসাহিত করাও জরুরি। কারণ অধিকাংশ বাসায় ছাদে বাগানের সুযোগ না থাকলেও, বারান্দায় সহজে উৎপাদন সম্ভব। উপদেষ্টা বলেন, সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের সম্মিলিত উদ্যোগ ছাড়া এটি কার্যকর করা সম্ভব নয়।

সেমিনারে জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূইয়াঁ, গ্রীনওয়াচ ঢাকার সম্পাদক মোস্তফা কামাল মজুমদার, কৃষিবিদ ড. মেহেদী মাসুদ, ছাদ বাগান বিশেষজ্ঞ গোলাম হায়দারসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।