পটুয়াখালীতে এসিড হামলায় দগ্ধ দুই

পটুয়াখালীতে এসিড হামলায় দগ্ধ দুই

পটুয়াখালীর মাদারবুনিয়া ইউনিয়নের গ্যারাখালী গ্রামের মাদারবুনিয়া ইউনিয়নের গ্যারাখালী গ্রামে দুই সহোদর ভাই-বোনের উপর এসিড হামলার ঘটনা ঘটেছে।

গত সোমবার গভীর রাতে এই হামলার ঘটনা ঘটে। দগ্ধ দুই ভাই-বোনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেলে ভর্তি করা হয়।
এরা হলো ওই গ্রামের রাজা মিয়ার শারীরিক প্রতিবন্ধী মেয়ে ফেরদৌসি ইয়াসমিন (১৬) ও ছেলে মোহাম্মদ আলী (১২)। ফেরদৌসির গলা ও মুখমন্ডল ঝলছে গেছে। আলীর শরীরের বিভিন্ন স্থান দগ্ধ হয়েছে। 

চিকিৎসাধীন ফেরদৌসি জানান, প্রতিদিনের মত গত সোমবার রাতের খাবার শেষে পরিবারের সকলে ঘুমাতে যায়। রাত আনুমানিক দেড়টার দিকে ৩ থেকে ৪ জন এসিড নিক্ষেপ করে সটকে পড়ে। এ সময় ডাক-চিৎকার দিলে পরিবারের সদস্যরা জেগে ওঠে। তখন দেখতে পায় ঘরের সিদকাটা। যাওয়ার সময় ঘরের দরজা খুলে পালিয়ে যায় হামলাকারীরা। দগ্ধদের ওই রাতেই পটুয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। উন্নত চিকিৎসার জন্য গতকাল মঙ্গলবার তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেলে প্রেরণ করা হয়। 

এ ব্যাপারে পটুয়াখালী থানার ওসি মো. আকতারুজ্জামান বলেন, এসিড হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে কাউকে আটক করা যায়নি। গতকাল সন্ধ্যা পর্যন্ত এ ঘটনায় থানায় কেউ অভিযোগ দেয়নি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়ার কথা বলেন ওসি।