জমি বিক্রির কমিশন বিরোধে দপদপিয়ায় যুবককে হত্যা

জমি বিক্রির কমিশন বিরোধে দপদপিয়ায় যুবককে হত্যা

ঝালকাঠীর নলছিটি উপজেলার দপদপিয়া এলাকায় রুম্মন মুন্সি (২২) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। জমি বিক্রির কমিশন নিয়ে বিরোধের জের ধরে রবিবার সন্ধ্যার পর এই হামলার ঘটনা ঘটে। হত্যাকারীদের বিচার দাবী করেছেন নিহতের স্বজনরা। নিহত রুম্মান দপদপিয়া জিরো পয়েন্ট এলাকার আব্দুস ছত্তার মুন্সির ছেলে এবং দপদপিয়া সেতুর টোলপ্লাজায় কাজ করতো। 

নিহতের চাচাতো ভাই মুন্না বিশ্বাস জানান, জমি বিক্রির কমিশন নিয়ে তাদের সাথে স্থানীয় ২ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি আল-আমিন, জিহাদ, আলমগীর, রানা ও মনিরসহ অন্যান্যদের বিরোধ চলছিলো। রবিবার সন্ধ্যার পর রুম্মান টোলপ্লাজায় ডিউটি করতে যাচ্ছিলো। এ সময় একদল দুর্বৃত্ত রুম্মানের উপর হামলা চালায়। তারা রুম্মানের ঘাড়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। 

স্থানীয়রা তাকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রুম্মানকে মৃত ঘোষণা করে বলে জানান দপদপিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাদল মৃধা। 

নলছিটি থানার পরিদর্শক (তদন্ত) আ. হালিম জানান, ঘটনার তদন্ত চলছে। অভিযুক্ত দুর্বৃত্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।