পটুয়াখালীতে কেয়ার গিভিং কোর্সের অরিয়েনটেশন প্রোগ্রাম

পটুয়াখালীতে কেয়ার গিভিং কোর্সের অরিয়েনটেশন প্রোগ্রাম


গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন ঝশরষবফ ভড়ৎ ঊসঢ়ষড়ুসবহঃ ওহাবংঃসবহঃ চৎড়মৎধস(ঝঊওচ) প্রকল্পের সার্বিক সহযোগীতায় পল্লী কর্ম সহায়ক ফাইন্ডেশন (পিকেএসএফ) বাস্তবায়নে জহির মেহেরুন নার্সিং কলেজ. পটুয়াখালী এর উদ্যেগে কলেজ অডিটরিয়ামে কেয়ার গিভিং কোর্স এর অরিয়েনটেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। 

 অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আরিফুর রহমান , প্রোাগ্রাম অফিসার, পল্লী কর্ম সহায়ক ফাইন্ডেশন, ঢাকা এবং বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক মোঃ জহিরুল ইসলাম, দাতা সদস্য, জহির মেহেরুন নার্সিং কলেজ, পটুয়াখালী এছাড়াও  উপস্থিত ছিলেন সজল কুমার চৌধুরী, ডিরেক্টর প্রোগ্রাম, ডিডাবিøউএফ গ্রæপ অব ইনস্টিটিউট এবং মোঃ সিদ্দিকুর রহমান, গভর্নিং বডি সদস্য, জহির মেহেরুন নার্সিং কলেজ, পটুয়াখালী। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মোসাম্মাৎ জাহানারা বেগম, অধ্যক্ষ, জহির মেহেরুন নার্সিং কলেজ, পটুয়াখালী এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন মেহেদী হাসান, ফোকাল পার্সন, কেয়ার গিভার প্রকল্প,পটুয়াখালী।