বরিশালকে যে বলেছিলো বাংলার ভেনিস আজতার জন্মদিন
আমরা সবাই ফানুশ ওড়াই
সেই ফানুসে তার মুখচ্ছবি ফোটে
আমরা মৃত্যুক্ষুধা হয়ে
সেই কবির বাসস্থানে গিয়ে দেখি
একটা তানপুরা শুয়ে আছে
তার বসার পিঁড়ির উপর
যেটা সে বাজিয়েছিল একদিন কীর্তণখোলার ছায়ায়।
নদী ও কবি একাকার হয়ে
শুয়ে আছে কাছারী ঘরে
আমরা শুধু দেখি কিছু বলতে পারিনা