পটুয়াখালীতে বিএনপি-জামাত ষড়যন্ত্র ও নৈরাজ্যের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ

বিএনপি-জামাত চক্রের দেশ বিরোধী ষড়যন্ত্র, নৈরাজ্য ও অপতৎপরতার বিরুদ্ধে পটুয়াখালীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রলীগ এবং যুবলীগ।
১৩ মার্চ রবিবার সকালে ছাত্রলীগ পটুয়াখালী সরকারি কলেজ শাখার আয়োজনে কলেজ ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে একই স্থানে গিয়ে শেষ হয়। মিছিল শেষে কলেজ প্রাঙ্গনে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর হোসেন, জেলা যুবলীগ সভাপতি এ্যাডভোকেট শহিদুল ইসলাম, সাধারন সম্পাদক সৈয়দ সোহেল, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি হৃদয় আশিষ প্রমুখ।
বিএনপি- জামাত জোট সন্ত্রাস, নৈরাজ্য, অরাজকতার চেষ্টা করলে তা যেকোনো মুল্যে প্রতিহত করার হুসিয়ারি দেন বক্তারা।