বরিশালে ৭ই মার্চ উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃর্তিতে সিটি মেয়রের শ্রদ্ধা

বরিশালে ৭ই মার্চ উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃর্তিতে সিটি মেয়রের শ্রদ্ধা

ঐতিহাসিক ৭ই মার্চ। বাঙ্গালি জাতির দীর্ঘ স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের ইতিহাসে এক অনন্য দিন উপলক্ষে যথাযোগ্য মর্যদা ও গভীর শ্রদ্ধার সাথে স্বরন করে জাতীর জনক স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র, জেলা পরিষদ চেয়ারম্যান, জেলা ও মহানগর আওয়ামী লীগ,বরিশাল আইনজীবী সমিতি, বরিশাল বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ,জেলা কৃষক লীগ,বরিশাল সিটি কর্পোরেশন বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ,জেলা মহিলা আওয়ামী লীগ, জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক লীগ,জেলা ও মহানগর যুবলীগ সহ বিভিন্ন জেলা মহানগরের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা নিজ নিজ ভাবে শ্রদ্ধা নিবেদন করেন।

আজ শনিবার (৭ই) মার্চ নগরীর শহীদ সোহেল চত্বর জেলা ও মহানগর আওয়ামী লীগ দলীয়  কার্যালয়ে  বঙ্গবন্ধুর প্রতিকৃর্তি মূর‌্যালে সকাল দশটায় বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ্ , প্যানেল মেয়র গাজী নঈমুল ইসলাম লিটু, এ্যাড, রফিকুল ইসলাম খোকন, আয়শা তৌহিদা লুনা সহ নগরীর ত্রিশ ওয়ার্ড কাউন্সিলরদের সাথে গভীর শ্রদ্ধার সাথে শ্রদ্ধা নিবেদন করে।