পরিকল্পনামন্ত্রীর শারীরিক অবস্থার উন্নতি

পরিকল্পনামন্ত্রীর শারীরিক অবস্থার উন্নতি

করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে।

তিনি জানান, পরিকল্পনামন্ত্রীর শারীরিক অবস্থার দিন দিন উন্নতি হচ্ছে। সকাল ও দুপুরে তিনি স্বাভাবিকভাবে খাবার গ্রহণ করছেন। গলার যে সমস্যা হয়েছিল, সেটা নেই বললেই চলে। অক্সিজেন স্যাচুরেশনও ভালো।

শুক্রবার (১৬ অক্টোবর) এ তথ্য জানিয়েছেন পরিকল্পনামন্ত্রীর দফতরের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মো. শাহেদুর রহমান।

এর আগে গত মঙ্গলবার শাহেদুর রহমান জানিয়েছিলেন, পরিকল্পনামন্ত্রী করোনা পজিটিভ। তেমন কোনো শারীরিক সমস্যা নেই। তবে বয়স বিবেচনায় চিকিৎসকের পরামর্শে আজ (১৩ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় তিনি সিএমএইচে (সম্মিলিত সামরিক হাসপাতাল) ভর্তি হন।


ভোরের আলো/ভিঅ/১৬/২০২০