পরিবহন বন্ধ থাকায় কারখানার শ্রমিকদের সড়ক অবরোধ

পরিবহন বন্ধ থাকায় কারখানার শ্রমিকদের সড়ক অবরোধ

সাভারে লকডাউনের কারণে পরিবহন বন্ধ থাকায় সড়কের পাশে অপেক্ষমান পোশাক কারখানার শ্রমিকরা সড়কে নেমে অবরোধ করে বিক্ষোভ করেছে।

সোমবার (২৮ জুন) সকাল ৮টা থেকে দুই ঘণ্টা ঢাকা-আরিচা মাহাসড়কের সাভারের রেডিও কলোনি এলাকায় সড়ক অবরোধ করে বসে থাকে বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা।

পরে পুলিশ এসে তাদের সরিয়ে দিয়ে সড়ক ফাঁকা করে।
শ্রমিকরা জানায়, লকডাউন দিয়েছে সরকার। কিন্তু সেটা শ্রমিকদের জন্য না। কারখানা খোলা রেখে লকডাউন দেওয়া হয়েছে। পরিবহন চলাচল না থাকায় তারা কারখানায় আসতে পারছে না। তাদের দাবি হয়তো কারখানা বন্ধ করে দেওয়া হোক। নয় তো তাদের জন্য আলাদাভাবে পরিবহন ব্যবস্থা করে দেওয়া হোক।

বিক্ষুব্ধ এক শ্রমিক বলেন, অফিস খোলা রেখে যাতায়াতের কোনো ব্যবস্থা রাখেনি। আমরা কি আকাশ দিয়ে উড়ে যাবো। কারখানা চললে আমাদের পরিবাহনও দিতে হবে। এজন্য আমরা শ্রমিকরা রেডিও কলোনি রাস্তা বন্ধ করে দিয়েছি।

সাভার হাইওয়ে থানার পরিদর্শক (ওসি) সাজ্জাদ করিম বলেন, কিছু অপেক্ষয়মান শ্রমিকরা পরিবহন না থাকার কারণে সড়ক অবরোধ করে। পরে আমারা গিয়ে তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দিই।