বরিশাল নগরীতে ৫ হাজার ইয়াবাসহ আটক

বরিশাল নগরীতে ৫ হাজার ইয়াবাসহ আটক

বরিশাল নগরীতে ৫ হাজার ইয়াবাসহ মিনজার হোসেন নামে এক ব্যক্তিকে আটক করেছে মাদক নিয়ন্ত্রন অধিদপ্তর। শনিবার দুপুরে নগরীর কাজীপাড়া তেমাথা এলাকা থেকে আটক করা হয় তাকে। 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক এনায়েত হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে নগরীর কাজীপাড়া তেমাথা এলাকায় অভিযান চালিয়ে ৫ হাজার পিস ইয়াবাসহ মিনজার হোসেনকে আটক করে। তার বাড়ি বরগুনা এলাকায়। 

জিজ্ঞাসাবাদ শেষে তাকে থানায় সোপর্দ করে মাদক নিয়ন্ত্রন আইনে ১টি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন এনায়েত হোসেন।