পাকিস্তানকে বাংলাদেশের কাছে ক্ষমা চাওয়ার আহ্বান

১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধে গণহত্যার জন্য আনুষ্ঠানিক বাংলাদেশের কাছে পাকিস্তানকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
বৃহস্পতিবার (৭ জানুয়ারি) পাকিস্তানি রাষ্ট্রদূত ইমরান আহমেদ সিদ্দিকী সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় প্রতিমন্ত্রী এ আহ্বান জানান।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, অমীমাংসিত বিষয় নিষ্পত্তি করার ওপর জোর দিয়ে প্রতিমন্ত্রী আটকে পড়া পাকিস্তানিদের ফেরত নেওয়া ও সম্পদ ভাগাভাগির কথা বলেন।
রাষ্ট্রদূত জানান, দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার জন্য তিনি কাজ করবেন।