পাথরঘাটায় উদ্ধার অজগর বনে অবমুক্ত

বরগুনার পাথরঘাটায় একটি খেজুর গাছ থেকে এলাকাবাসী ৯ ফুট দৈর্ঘ্যের একটি অজগর সাপ উদ্ধার করেছে। পরে বনবিভাগের সহায়তায় অজগরটিকে শুক্রবার বেলা ১১টায় হরিণঘাটা পর্যটন কেন্দ্রে অবমুক্ত করা হয়।
এর আগে, সকাল ৭টার দিকে উপজেলার বিহঙ্গ চর সংলগ্ন রূহিতা গ্রামের একটি জামে মসজিদ সংলগ্ন একটি খেজুর গাছ থেকে এলাকাবাসী অজগরটি উদ্ধার করে।
উদ্ধারকারী টাইগার টিমের সদস্য মো. জাকির মুন্সি বলেন, সকালে রূহিতা মুন্সিবাড়ি মসজিদের সামনে একটি খেজুর গাছ থেকে খেজুর পাড়ছিল কয়েক শিশু। এসময় কয়েকজন শিশু গাছের মাথায় সাপ দেখে চিৎকার করলে স্থানীয়রা এগিয়ে আসেন। আমি খবর পেয়ে টিম নিয়ে সাপটি উদ্ধার করেছি।
বনবিভাগের পাথরঘাটা রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম বলেন, সাপটি উদ্ধার করার পর আমরা হরিণঘাটা বনে অবমুক্ত করেছি।