ফিলিপের শেষকৃত্যে আলোচনায় নেকলেস

১৯৮৩ সালে বাংলাদেশ সফরে রানি (ডানে) নেকলেসটি ব্যবহার করেন। শনিবার ব্যবহার করেন কেট মিডলটন (মাঝে)। একবার ব্যবহার করেছেন ডায়ানাও (বাঁয়ে)।
ডিউক অব এডিনবরা প্রিন্স ফিলিপের শেষকৃত্যে অংশ নেয়া ডাচেস অব কেমব্রিজ কেট মিডলটনের গলায় বিখ্যাত একটি নেকলেস দেখা গেছে। রানি দ্বিতীয় এলিজাবেথ মাত্র কয়েকবার নেকলেসটি ব্যবহার করেছেন। এর মধ্যে একবার পরেছিলেন বাংলাদেশ সফরের সময়।
ব্রিটেনের রাজপরিবারে মুক্তার এই চারসারির নেকলেসের বিশাল মাহাত্য রয়েছে। ব্রিটিশ গণমাধ্যম বলছে, মিডলটনকে রানি কতটা পছন্দ করেন, সেই ইঙ্গিত আছে এই ঘটনার মধ্যে।
শনিবার মিডলটনের নেকলেসের ছবি তুলেছেন পাপারাজ্জিরা। এরপর দেশটির একাধিক গণমাধ্যমে এটি নিয়ে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। ‘এধৎৎধৎফ : ঃযব পৎড়হি লববিষষবৎং ভড়ৎ ১৫০ ুবধৎং, ১৮৪৩-১৯৯৩’ নামের এই বই থেকে জানা গেছে, নেকলসটি রানি পেয়েছিলেন জাপান থেকে। ঠিক কত সালে জাপান সরকার এটি রানিকে উপহার দেয়, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য না থাকলেও বইতে বলা আছে, ১৯৭০ সালের দিকে দুই দেশের সরকারের সম্পর্কের প্রতীক হিসেবে এটি রানিকে দেয়া হয়।
কেট এর আগেও একবার নেকলেসটি পরেন। সেটি ২০১৭ সালের কথা। রানি এবং ফিলিপের ৭০তম বিবাহবার্ষিকীতে।
কেটের প্রয়াত শাশুড়ি ডায়ানাও নেকলেসটি একবার ব্যবহার করেন, ১৯৮২ সালে।
রাজপরিবারের গহনা সংক্রান্ত তথ্যের খবর প্রকাশ করা ওয়েবসাইট দ্য কোর্ট জুয়েলারের একটি প্রতিবেদনে রানির বাংলাদেশ সফরের বিষয়ে উল্লেখ আছে। ২০১৫ সালে প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়, রানি কয়েকবার নেকলেসটি ব্যবহার করেন। এর মধ্যে তার বাংলাদেশ সফর রয়েছে। ১৯৮৩ সালে দেশটি ভ্রমণের সময় তিনি এটি গলায় পরেন।