পারমাণবিক যুদ্ধ নিয়ে রুশ টিভিতে বিতর্ক

রাশিয়ার জাতীয় নিরাপত্তার জন্য যে হুমকির সৃষ্টি করছে তার পুরো মাত্রা যুক্তরাষ্ট্রকে কীভাবে দেখানো যায় তা নিয়ে তীব্র আলোচনা করেছেন রুশ কর্মকর্তাদের একটি দল। রাষ্ট্রীয় টেলিভিশনে হাজির হয়ে কর্মকর্তারা বিতর্কে জড়ান। সামরিক বিশেষজ্ঞ, রাষ্ট্রবিজ্ঞানী এবং আইনপ্রণেতাদের সমন্বয়ে গঠিত দলটি যুক্তরাষ্ট্রকে হুমকি দেওয়ার নানা উপায় নিয়ে আলোচনা করেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক যুদ্ধ নাকি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানো উচিত তা নিয়ে যুক্তি তুলে ধরেন তারা।
মঙ্গলবার ওই আলোচনায় ইংরেজি সাবটাইটেল যুক্ত করে টুইটারে একটি ভিডিও পোস্ট করেছেন দ্য ডেইলি বিস্টের রিপোর্টার জুলিয়া ডেভিস। তবে ওই আলোচনাটি মঙ্গলবারই রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচার হয়েছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি।
ফেব্রুয়ারির শেষের দিকে ইউক্রেন আক্রমণের পর থেকে, ইউক্রেনকে অস্ত্রসহ সহায়তা এবং রাশিয়ার বিরুদ্ধে নজিরবিহীন নিষেধাজ্ঞার প্যাকেজ নিয়ে রাশিয়ার ক্ষোভ উগরে দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।
ফেব্রুয়ারির শেষের দিকে ইউক্রেন আক্রমণ করার পর থেকে, ইউক্রেনকে অস্ত্রসহ সহায়তা এবং রাশিয়ার বিরুদ্ধে নজিরবিহীন নিষেধাজ্ঞার প্যাকেজ নিয়ে মস্কোর ওপর ক্ষোভ উগরে দিয়েছে যুক্তরাষ্ট্র। রাষ্ট্রীয় টেলিভিশনের আলোচনার পারিপার্শ্বিক সম্পূর্ণ প্রেক্ষাপট তাৎক্ষণিকভাবে স্পষ্ট না হলেও ভিডিও ক্লিপটি শুরু হয়েছে সামরিক বিশেষজ্ঞ আলেক্সি লিওকভ নামে পরিচিত এক ব্যক্তির বক্তব্য দিয়ে। তিনি বলেন ‘রাশিয়াকে একটি সাম্রাজ্য হতে অভ্যস্ত হওয়া উচিত’। তার বক্তব্যে তিনি বলেন, ‘যেহেতু আমরা একটি সাম্রাজ্য, আমাদের একটি সাম্রাজ্যের মতো কাজ করা উচিত।’
রাশিয়ার পার্লামেন্ট দুমার সদস্য আন্দ্রে গুরুলিয়ভ তখন পরামর্শ দেন সম্ভবত রাশিয়ার অস্ত্রগুলো, ‘প্রথম এবং সবার আগে, যুক্তরাষ্ট্রের ভূখণ্ডের জন্য হুমকি সৃষ্টি করা উচিত, এবং তা শুধুমাত্র পারমাণবিক অস্ত্র নয়’। তিনি বলেন, ‘তাদের বোঝা উচিত মিয়ামি, টেক্সাস বা অন্য কোনো অঙ্গরাজ্যে হামলা হতে পারে। তখন তারা তাদের লেজ গুটিয়ে নেবে। তারা সেখানে খুব সাহসী নয়। এটাই আমাদের সত্য এবং আমাদের আকাঙ্ক্ষা হওয়া উচিত এবং আত্মবিশ্বাসের সাথে সেই দিকে এগিয়ে যাওয়া উচিত’।
রাষ্ট্রবিজ্ঞানী হিসেবে পরিচয় দেওয়া দিমিত্রি ড্রবিটস্কি তখন পরামর্শ দেন মার্কিন অভিজাতরা ‘বেশিরভাগ অংশে’ খুব দুর্বল বোধ করে না এবং তারা বিশ্বাস করে না যে রাশিয়া হামলা করবে। তিনি বলেন, ‘তাদের বোঝানোর একটাই উপায়, সেটা হবে সম্রাট (ক্ষেপণাস্ত্র) উৎক্ষেপণ করা। আমি অনেকের স্বর্গে যাওয়ার আকাঙ্ক্ষা বুঝতে পারি, কিন্তু সেখানে যাওয়ার জন্য আমার কোনো তাড়া নেই।’
আরেক ব্যক্তি রাশিয়া নিকারাগুয়ায় ‘মারাত্মক কিছু মোতায়েন করতে পারে’ এমন ধারণা উপস্থাপন করেন। তবে দিমিত্রি ড্রবিটস্কি বলেন, ‘কিউবান এবং চিলির মানুষ’ ছাড়া ‘লাতিন আমেরিকায় এমন কেউ নেই’ যাদের ওপর রাশিয়া নির্ভর করতে পারে। তিনি আরও বলেন, তাদের লাতিন আমেরিকা সম্পর্কে কথা বলা বন্ধ করা উচিত এবং এই অঞ্চলের সাথে জড়িত যে কোনও পদক্ষেপ ‘কেবলই কল্পনা’।
তখন পর্যন্ত ভিডিওতে কথা না বলা আরেক ব্যক্তি বলে ওঠেন, কেউ কেউ মনে করছে ‘নিষেধাজ্ঞার বিরুদ্ধে ভাল কাজ করে’ সম্রাট ক্ষেপণাস্ত্র। নাম বা পরিচয় স্পষ্ট না হওয়া ওই ব্যক্তি বলেন, ‘এটা একটি গুরুত্বপূর্ণ যুক্তি, কিন্তু আমি সম্মত যে কেউ বিশ্বাস করে না এটি ব্যবহার করা হবে। এবং কেন না?’
আরেক রাষ্ট্রবিজ্ঞানী দিমিত্রি আবজালভ আপাতদৃষ্টিতে মার্কিন কর্মকর্তাদের দিকে ইঙ্গিত করে বলেন, ‘তারা সবাইকে বোঝাচ্ছে যে রাশিয়ানরা এতে অগ্রসর হবে না’।
সূত্র: নিউজ উইক