বরিশালে উদীচীর সাংস্কৃতিক প্রতিবাদী সমাবেশ

সিলেটের সুনামগঞ্জের শাল্লায় ধর্মীয় সংখ্যালঘুদেও বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবিতে প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী বরিশাল জেলা সংসদ ওই প্রতিবাদী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।
বুধবার বেলা ১১ টায় নগরের সদররোডস্থ অশ্বিনী কুমার হল চত্ত্বরে ওই সমাবেশে প্রতিবাদী গণসংগীত পরিবেশন করে বাংলাদেশ উদীচী শিল্পগোষ্ঠীর বরিশালের শিল্পীকর্মীরা।
প্রতিবা সমাবেশে বক্তারা বলেন, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উৎসবের আগে মৌলবাদী গোষ্ঠী সুনামগঞ্জের শাল্লায় সংখ্যালঘুদের বাড়িঘরে হামলা, ভাঙ্চুর ও লুটপাটের ঘটনা ঘটিয়ে সাম্প্রদায়িকতা উসকে দিয়েছে। মুক্তিযুদ্ধের বাংলাদেশে, অসাম্প্রদায়িক বাংলাদেশে হেফাজতে ইসলাম ধর্মের নামে যে জঘন্য ঘটনা ঘটিয়েছে তার বিচার না হলে মুক্তিযুদ্ধের বাংলাদেশে সাম্প্রদায়িক মৌলবাদী গোষ্ঠী আরও বেপরোয়া হবে। এই মৌলবাদী চক্র হেফাজতের মামুনুলের নেতৃত্বে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙ্গেছে। এই চক্রই ব্রাহ্মণবাড়িয়ার নাছিরনগর এবং রামুতে ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে। সরকার এদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে আশকারা দিচ্ছে। অবিলম্বে শাল্লার ঘটনার সঙ্গে যুক্ত হেফাজতের মামুনুলসহ অন্যদের গেপ্তর করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি জানায় বক্তারা।
উদীচী বরিশালের সভাপতি সাইফুর রহমান মিরণ-এর সভাপতিত্বে প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন, বাংলাদেশ মহিলা পরিষদ বরিশাল জেলার সাধরণ সম্পাদক পুষ্প রাণী চক্রবর্তী, সচেতন নাগরিক কমিটির সভাপতি অধ্যাপক শাহ সাজেদা, ট্রেড ইউনয়ন কেন্দ্রের সভাপতি অ্যাডভোকেট একে আজাদ, বরিশাল নগর সৌন্দর্য কমিটির সদস্য সচিব কাজী এনায়েত হোসেন শিবলু।
এসময় মানববন্ধনে উপস্থিত ছিলেন, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী কেন্দ্রীয় কমিটির সহসভাপতি অ্যাডভোকেট বিশ^নাথ দাস মুনশী, বরিশাল নাটকের সভাপতি কাজল ঘোষ, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের সভাপতিম-লীর সদস্য শুভংকর চক্রবর্তী, বাংলদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতিম-লীর সদস্য আজমল হোসেন লাবু, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির জেলা সভাপতি অধ্যক্ষ মো. মিজানুর রহমান, গণশিল্পী সংস্থার সাধারণ সম্পাদক সাঈদুর রহমান পান্থসহ অনেকে।