পিরোজপুর জেলার জন্য ৩৬ হাজার ডোজ ভ্যাকসিন এসে পৌঁছেছে

পিরোজপুরে আজ রবিবার ৩৬ হাজার ডোজ করোনা ভাইরাসের ভ্যাকসিন পৌঁছেছে। বিকেলে সিভিল সার্জনের কার্যালয়ে ভ্যাকসিন এসে পৌঁছানোর পর সিভিল সার্জন ডা. মো. হাসনাত ইউসুফ জাকী তা গ্রহণ করেন। এ সময় জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) কাজী শাহ্নেওয়াজ, সদর ইউএনও বশির আহমেদ এবং পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি মুনিরুজ্জামান নাসিম আলী উপস্থিত ছিলেন।
সিভিল সার্জন জানান, আগামী ৭ ফেব্রুয়ারি থেকে পিরোজপুরে আনুষ্ঠানিকভাবে করোনা ভাইরাসের ভ্যাকসিন দেওয়া হবে। এছাড়া সরকারি নির্দেশনা অনুযায়ী ভ্যাকসিন গ্রহীতাদের তালিকা করা হচ্ছে বলেও তিনি জানান।
জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন জানান, ভ্যাকসিন গ্রহীতাদের নিবন্ধন শুরু হয়েছে। নিবন্ধন শেষে আগামী ৭ ফেব্রুয়ারী থেকে প্রথম পর্যায়ে সরকারী কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, জনপ্রতিনিধিদের করোনা টিকা প্রদান করা হবে।
উল্লেখ্য, এ পর্যন্ত পিরোজপুর জেলায় ৬ হাজার ৩০ জনের করোনা পরীক্ষা করা হয়েছে। এদের মধ্যে ১ হাজার ১৮৪ জন করোনা পজেটিভ হয়েছে। জেলায় ১ হাজার ১০২ জন করোনা রোগী সুস্থ্য হয়েছেন এবং ২৫ জন করোনা রোগী মারা গেছেন। জেলায় বর্তমানে করোনা সংক্রমণের হার ৫ শতাংশ