পুলিশের সাথে সংঘর্ষে নিহত ভোলা জেলা ছাত্রদল সভাপতির দাফন সম্পন্ন

পুলিশের সাথে সংঘর্ষে নিহত ভোলা জেলা ছাত্রদল সভাপতির দাফন সম্পন্ন

ভোলায় দ্বিতীয় জানাজা নামজ শেষে জেলা ছাত্রদল সভাপতি নুরে আলমের দাফন সম্পন্ন হয়েছে। আজ বৃহস্পতিবার রাত ১০ টায় ভোলার আলতাজের রহমান কলেজ মাঠে মরহুমের দ্বিতীয় জানাজা নামাজ অনুষ্ঠিত হয়।

পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হয়। এসময় বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মেজর (অব) হাফিজ উদ্দিন বীর বিক্রম, জেলা বিএনপি সভাপতি আলহাজ্ব গোলাম নবী আলমগীর,  সম্পাদক হারুন অর রশিদ ট্রু ম্যানসহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

গত ৩১ জুলাই রবিবার বিএনপির তেল গ্যাসসহ নিত্য পন্যের মূল্যবৃদ্ধি এবং বিদ্যুতের লোডশেডিং এর প্রতিবাদ কর্মসূচিতে ভোলায় পুলিশের সাথে বিএনপি কর্মীদের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় স্বেচ্ছাসেবক দলের কর্মী আব্দুর রহিম নিহত হন। গুলিবিদ্ধ হয়ে আহত হন জেলা ছাত্রদল সভাপতি নুরে আলমসহ অনেক নেতাকর্মী। মুমূর্ষু অবস্থায় নুরে আলমকে ঢাকায় নেয়া হয়। সেখানে তিন দিন মৃত্যুর সাথে লড়াই করে অবশেষে বুধবার দুপুরে ঢাকার কমফোর্ট হাসপাতালে মৃত্যু বরণ করেন নুরে আলম। গতকাল দুপুরে ঢাকায় তার প্রথম জানাজ অনুষ্ঠিত হয়। পরে বরিশাল হয়ে সড়ক পথে তাকে ভোলায় আনা হয়।  

পুলিশের সাথে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধিন অবস্থায় ভোলা জেলা ছাত্রদল সভাপতি নুরে আলমের মরদেহ বৃহস্পতিবার রাতে ভোলায় এসে পৌঁছে। এসময় বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের শতশত নেতাকর্মী এবং শোকাহত সাধরণ মানুষ নিহত নুরে আলমকে এক নজর দেখতে, শেষ শ্রদ্ধা জানাতে ভীর করেছে দলীয় কর্যালয়ের সামনে। 

নুরে আলমের মরদেহ বহনকারী এ্যাম্বুলেঞ্চটি রাত ৯ টার দিকে জেলা বিএনপি কার্যালয়ে এসে পৌঁছে। পরে সেখানে দলীয় নেতৃবৃন্দ মরহুমের প্রতি শ্রদ্ধা জানান। কিছুক্ষণ সেখানে রাখার পর মরদেহ নিয়ে যাওয়া হয় নুরে আলমের নিজ বাড়ি চরনোয়াবাদ খেয়াঘাট সড়কের আলতাজের রহমান কলেজ এলাকায়। সেখানে রাত ১০ টায় মরহুমের জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। জানাজায় সকল শ্রেণী-পেশার হাজার হাজার মানুষ অংশগ্রহণ করে।

এসময় জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব গোলাম নবী আলমগীর বলেন, সরকারের গৃহপালিত পুলিশ পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। তাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ বাধা সৃষ্টি করে এবং গুলি করে নূরে আলমকে হত্যা করা হয়। এ হত্যাকাণ্ডে পুলিশকে দায়ী করে তিনি আরো বলেন,  এ হত্যার বিষয়ে সরকার কোন পদক্ষেপ না নেওয়া তেই বুঝা যায় যে এটি পরিকল্পিত।এছাড়া তিনি মরহুমের আত্মার মাগফেরাত কামনায় সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।