পৃথকভাবে বরিশালে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

পৃথকভাবে বরিশালে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

পৃথকভাবে বরিশালে যুবলীগের ৪৯ তম  প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বরিশাল আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে  ও নগরীর পানি উন্নয়ন বোর্ডের জোনাল কার্যালয় থেকে  বঙ্গবন্ধু উদ্যানে র‍্যালি করে  জাতির জনক বঙ্গবন্ধুর মুরালে শ্রদ্ধা নিবেদন করে পালন করে বরিশাল জেলা ও মহানগর যুবলীগ।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শহীদ আব্দুর রব সেরনিয়াবাত এবং যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনির প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদনের মধ্যে দিয়ে বরিশালে যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।বৃহস্পতিবার  (১১ নভেম্বর) সকালে সংক্ষিপ্ত আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে বরিশাল জেলা ও মহানগর যুবলীগ।

আগামী ১৩ নভেম্বর বৃহত্তর পরিসরে প্রতিষ্ঠাবার্ষিকী পালনের সিদ্ধান্ত নিয়েছে তারা। বৃহস্পতিবার  সকাল সাড়ে ৯টায় নগরীর সদর রোডের দলীয় কার্যালয়ের সামনে রক্ষিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শহীদ আব্দুর রব সেরনিয়াবাত এবং যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনির প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন জেলা যুবলীগ।

পরে মহানগর যুবলীগের নেতাকর্মীরা প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে নগরীর ৩০টি ওয়ার্ড যুবলীগের নেতাকর্মীরা পর্যায়ক্রমে প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

দ্বিতীয় ধাপে আজ বৃহস্পতিবার বরিশাল সদর উপজেলার ৬টি ইউনিয়নসহ জেলার ১২টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়। এ কারণে সংক্ষিপ্ত পরিসরে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে যুবলীগ। আগামীকাল ১৩ নভেম্বর বর্ণাঢ্য আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করবে তারা।


অন্যদিকে বৃহস্পতিবার সকাল ১১টায় নগরীর পানিউন্নয়ন বোর্ড জোনাল কার্যালয থেকে একটি বনাঢ্য র‍্যালির হয়ে নগরীর প্লানেট পার্কের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশ করে তারা।

সমাবেশে মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক মাহমুদুল হক খান মামুনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা যুবলীগের সমাজসেবা সম্পাদক সাইফুল্লাহ খান লাবু, মহানগর যুবলীগের সদস্য মারুফ আহম্মেদ জিয়া, ২০নং ওয়ার্ড কাউন্সিলর জিয়াউর রহমান বিপ্লব, ২৩নং ওয়ার্ড কাউন্সিলর এনামুল হক বাহার, মহানগর যুবলীগের সদস্য সাইদুল আলম সোয়ান, ১১নং ওয়ার্ড যুবলীগের সভাপতি হাবিব শরিফ, ১নং ওয়ার্ড যুবলীগের সভাপতি শামীম পটোয়ারী, ১৪নং ওয়ার্ড আ’লীগের সভাপতি মেজবাহুল ইসলাম দিপু, ১২নং ওয়ার্ড কাউন্সিলর জাকির হোসেন ভুলু সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা।

র‍্যালি শেষে মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মাহমুদুল হক খান মামুন বলেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার হাত শক্তি শালি ও ভিশন ২০৪১ বাবায়নের লক্ষ্যে বাংলাদেশ সরকারের পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও বরিশাল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কর্ণেল (অব.) জাহিদ ফারুক শামীম এমপি এর নেতৃত্বে বরিশাল মহানগর যুবলীগ কাজ করে যাচ্ছে।সমাবেশ শেষে বঙ্গবন্ধু উদ্যোনে জাতীর জনকের মুরালে ও যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনিরের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করেন।