প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বরিশাল আওয়ামী লীগের মতবিনিময়

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বরিশাল আওয়ামী লীগের মতবিনিময়

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪ তম জন্মদিন  উপলক্ষে বরিশাল মহানগর আওয়ামী লীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার ১৬ সেপ্টেম্বর সন্ধ্যা ৭ টায় সদররোড বাংলাদেশ আওয়ামী লীগ বরিশাল জেলা ও মহানগর কার্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মহানগর আওয়ামী লীগের সভাপতি একেএম জাহাঙ্গীর এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড।তালুকদার মোঃইউনুস সহ বরিশাল মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি, সাধারণ সম্পাদক, দলীয় কাউন্সিলর বৃন্দ,সহযোগী সংগঠনের সভাপতি ও  সাধারণ সম্পাদকবৃন্দ।

মতবিনিময় সভায় মন্ত্রী আহবায়ক পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটি এবং বরিশাল জেলা আওয়ামী লীগ এর সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর নেতৃত্বে ২৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর শেখ হাসিনার ৭৪তম  জন্মদিন উদযাপন করা হবে জানানো হয়।