আগৈলঝাড়ায় শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতার উদ্বোধন

আগৈলঝাড়ায় শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতার উদ্বোধন

বরিশালের আগৈলঝাড়া উপজেলায় ৫১ তম শীতকালীন স্কুল, মাদ্রাসা ও কারিগরি শাখার ক্রীড়া প্রতিযোগীতার উদ্বোধন। 

সকাল ১০ ঘটিকায় উপজেলা অফিসার্স ক্লাব মাঠে ব্যাড মিন্টন খেলার মধ্য দিয়ে শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতার উদ্বোধন করেন আগৈলঝাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ নজরুল ইসলাম, একাডেমী সুপার ভাইজার প্রানকুমার ঘটক, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক সরদার হারুন রানা সহ উপজেলার বিভিন্ন স্কুল, মাদ্রাসা ও কারিগরি শাখার প্রধান শিক্ষক ও ক্রীড়া শিক্ষকবৃন্দ। শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতায় এ বছর বিভিন্ন ভেন্যুতে উপজেলার বিভিন্ন  স্কুল, মাদ্রাসা ও কারিগরি শাখার ৮শ প্রতিযোগী ১৬টি বিষয়ের উপর শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হবে।