প্রিয় কবি

প্রিয় কবি

হৈমন্তী শুক্লা ওঝা

   হে প্রিয় কবি
অপার সৌন্দর্যের রুপকার তুমি
 প্রেমের লীলা ভূমিতে।
তোমার কবিতা ও গানে,
মানব প্রেমের যে প্রতিচ্ছবি
  তা চির অম্লান।
শোষিতের দলে দাঁড়িয়ে
তোমার কন্ঠস্বর বারবার  
গর্জে ওঠেছে অন্যায়ের বিরুদ্ধে,
তাই তো তুমি বিদ্রোহী।
কখনো প্রেমিক রূপে তোমার অবস্থান,
জুড়ে আছো সমস্ত মন প্রাণ।
বসন্তের সুন্দরী বনভূমি
তোমার অপেক্ষায় থাকে।
গৃহহারা উদাস পথিক ভাবে
এই বুঝি তুমি এলে!
বাঁধন হারার গান গেয়ে।
হে প্রিয় কবি,
তোমার কবিতা ও গানে
শিরী-ফরহাদ-নার্গিস
আজো জীবন্ত মানব- মানবী।
কোন ভেদাভেদ নাই তোমার রচনায়,
বাংলা সাহিত্যের প্রতিটি অঙ্গন
সমৃদ্ধ করেছো প্রেম ও পবিত্রতায়।