প্লাজমা দিতে বিএমপি’র ২১ সদস্য ঢাকায় গমন

মহামারী করোনায় আক্রান্ত মুমূর্ষু রোগীদের চিকিৎসা সহায়তায় বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)’র ২১ সদস্য ঢাকায় গমন করেছেন। কাউনিয়া থানার সহকারী পুলিশ কমিশনার মো. মাসুদ রানা এ তথ্য নিশ্চিত করেছেন।
শনিবার ভোরে বিএমপি পুলিশের নিজস্ব পরিবহনে ২১ পুলিশ সদস্য বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্য যাত্রা করেন।
সহকারী পুলিশ কমিশনার মো. মাসুদ রানা আরও জানান, মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত মুমূর্ষু রোগীদের প্লাজমা দিতে সম্মুখযোদ্ধা হিসেবে তারা ঢাকায় গমন করেছেন। তাদের রক্তের গ্রুুপ ৫জন (এ) পজিটিভ, ১০জন (বি)পজিটিভ, ৫জন (ও) পজিটিভ এবং ১জনের (ও) নেগেটিভ। প্লাজমা দেওয়া শেষ হলে পুলিশ সদস্যরা বরিশলে ফিরবেন।