পড়ে গিয়ে আহত ভাষা সংগ্রামী আহমদ রফিক

বাথরুমে পড়ে গিয়ে আহত হয়েছেন ভাষা সংগ্রামী ও সাহিত্যিক আহমদ রফিক।
বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে তিনি বাথরুমে পড়ে যান। এরপর ৪টার দিকে রাজধানীর গ্রীনলাইফ হাসপাতালে ভর্তি করা হয়।
শুক্রবার সকালে আহমদ রফিকের ব্যক্তিগত গাড়ির চালক কালাম এ তথ্য জানিয়েছেন।
তিনি হাসপাতালেই রয়েছেন জানিয়ে কালাম বলেন, “স্যার এখন কিছুটা ভালো আছেন। একটু আগেই ডাক্তার দেখে গেছেন।”
আহমদ রফিক ব্যক্তি জীবনে একজন চিকিৎসক। তিনি একাধারে কবি, প্রবন্ধকার ও গবেষক।