বরিশালে জাতির পিতার প্রতি নিবেদিত আবৃত্তি সন্ধ্যা

বরিশালে জাতির পিতার প্রতি নিবেদিত আবৃত্তি সন্ধ্যা

মুজিববর্ষ জাতীয় বাস্তবায়ন কমিটির সাংস্কৃতিক উপ কমিটির ওয়ার্কিং কমিটি: আবৃত্তি  এর আয়োজনে ও বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ এর সহযোগিতায় মুজিব শতবর্ষে সারাদেশে একযোগে আবৃত্তি অনুষ্ঠিত হয়। এর অংশ হিসেবে বরিশালের, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ এর সদস্য সংগঠন বরিশাল নাটক, ব্রজমোহন থিয়েটার, খেয়ালী গ্রুপ থিয়েটার, কবিতার ক্লাশ, সংলাপ-বরিশাল ও উত্তরন সাংস্কৃতিক সংগঠন অনুষ্ঠানে অংশ নেন।

শুক্রবার (১৯ মার্চ) বিকাল ৪টায় বরিশাল কীর্তনখোলা নদী তীরবর্তী বধ্যভূমি শহীদ স্মৃতিস্তম্ভ প্রাঙ্গণে ওই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ এর সভাপতিমন্ডলির সদস্য আজমল হোসেন লাবু এর সভাপতিত্বে ও বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ এর সাংগঠনিক সম্পাদক মারিফ আহম্মেদ বাপ্পী এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব মানবেন্দ্র বটব্যাল, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব কাজল ঘোষ, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন এর সভাপতিমন্ডলীর সদস্য শুভংকর চক্রবর্তী, বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ এর সভাপতি নজমুল হোসেন আকাশ, সাধারণ সম্পাদক দেবাশীষ চক্রবর্তী, উদীচী শিল্পী গোষ্ঠী কেন্দ্রীয় সংসদ এর সহ-সভাপতি বিশ্বনাথ দাস মুন্সী, বাংলাদেশ শিল্পকলা একাডেমির বরিশাল জেলা কালচারাল অফিসার হাসান মাকসুদ, সংস্কৃতজন মিজানুর রহমান, মাকসুরা খানম ও প্রদীপ চন্দ্র হালদার।

অনুষ্ঠানে জাতীয় সংগীত পরিবেশনা করেন বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী বরিশাল জেলা সংসদ ও উত্তরন সাংস্কৃতিক সংগঠন এর শিল্পীবৃন্দ। পরে বৃন্দ আবৃত্তি পরিবেশন করে বরিশাল নাটক ও উত্তরন সাংস্কৃতিক সংগঠনের আবৃত্তি শিল্পীবৃন্দ। ওই অনুষ্ঠানে আবৃত্তির একক পরিবেশনায় অংশ নেন মানবেন্দ্র বটব্যাল, শুভংকর চক্রবর্তী, কাজী সেলিনা, সোনিয়া আল্ আকসা, সঞ্চয় সাহা, দেবাশীষ চক্রবর্তী, সৈয়দা ফারজানা ইয়াসমিন ববি, মৌমিতা বিনতে মিজান, আরিহা বিনতে রফিক।