ফার্মগেটে ছিনতাইয়ের সময় দুইজন গ্রেফতার, দেশীয় অস্ত্রসহ আটক

ফার্মগেটে ছিনতাইয়ের সময় দুইজন গ্রেফতার, দেশীয় অস্ত্রসহ আটক

রাজধানীর ফার্মগেটে ব্যাটারিচালিত অটোরিকশা ব্যবহার করে ছিনতাইচেষ্টার সময় দুই ছিনতাইকারীকে দেশীয় অস্ত্রসহ হাতেনাতে গ্রেফতার করেছে তেজগাঁও থানা পুলিশ। মঙ্গলবার ভোররাতে ফার্মগেট ইসলামিয়া চক্ষু হাসপাতালের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।

নাজমুল হাসান (২০)

সোহেল মিয়া (২৬)

দুটি ধারাল চাকু

একটি ব্যাটারিচালিত অটোরিকশা

ছিনতাইকৃত একটি স্মার্ট ফোন

তেজগাঁও থানা পুলিশ জানিয়েছে, মঙ্গলবার রাতে সৈকত মিয়া (২০) কাজ শেষে বাসায় ফিরছিলেন। রাত আনুমানিক তিনটার দিকে ফার্মগেটের ইসলামিয়া চক্ষু হাসপাতালের সামনে একটি অটোরিকশা তার সামনে এসে থামে। কয়েকজন ছিনতাইকারী ধারাল অস্ত্রের ভয় দেখিয়ে তার কাছ থেকে একটি স্মার্ট ফোন ছিনিয়ে নেয়।

সৈকতের চিৎকার শুনে ঘটনাস্থলে তেজগাঁও থানার টহল টিম উপস্থিত হয় এবং তাৎক্ষণিক অভিযান চালিয়ে দুইজনকে গ্রেফতার করে।

ডিএমপি মিডিয়া সেন্টারের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানিয়েছেন, গ্রেফতারকৃতরা একটি পেশাদার ছিনতাইকারী দলের সক্রিয় সদস্য। তারা রাজধানীর বিভিন্ন স্থানে ব্যাটারিচালিত অটোরিকশা ব্যবহার করে ছিনতাই করতো। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ছিনতাইয়ের ঘটনা স্বীকার করেছে।

গ্রেফতারকৃত নাজমুল হাসানের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় ছিনতাই ও ডাকাতির দুটি মামলা রয়েছে।

ঘটনার পর তেজগাঁও থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।