চাঁদপুরে এক হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ

চাঁদপুর শহরের পুরানবাজার এলাকায় দোকান ও গোডাউনে অভিযান চালিয়ে এক হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। মঙ্গলবার দুপুর থেকে রাত পর্যন্ত এই বিশেষ অভিযান পরিচালিত হয়।
কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্ট গার্ড ঢাকা জোনের বিসিজি স্টেশন চাঁদপুরের সদস্যরা এ অভিযান পরিচালনা করেন। দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত চলা অভিযানে দুটি দোকান এবং দুটি গোডাউন তল্লাশি করে এক হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়।
পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. হান্নানের কাছে জব্দকৃত পলিথিন হস্তান্তর করা হয়। অভিযান শেষে চাঁদপুর সদর উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
মোবাইল কোর্টের আদেশে:
দুটি দোকান ও গোডাউনের মালিকদের ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
নিষিদ্ধ পলিথিনের বিপজ্জনক প্রভাব রোধে নিয়মিত অভিযান চালানো হচ্ছে বলে কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়। এই কার্যক্রম পরিবেশ সংরক্ষণ এবং আইনানুগ শৃঙ্খলা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।