বউয়ের সাজে তানজিন তিশা

বউয়ের সাজে তানজিন তিশা

কুমিল্লায়  অনুষ্ঠিত হয়ে গেল বিয়ের বউ সাজ নিয়ে এমবি অ্যাসোসিয়েটস প্রেজেন্টস ব্রাইডাল ফেস্ট ২০২০ সিজন  ফাইভ। স্পন্সরর্ড বাই মাসুদ খান মেকওভার জোন, পাওয়ার্ড বাই কুইন্স মেকওভার ।
রোববার কুমিল্লার একটি পার্টি সেন্টারে এমবি অ্যাসোসিয়েটসের আয়োজন মাসুদ খানের মেকওভারের অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশার  বউ সাজ।  আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  জাগ্রত মানবতার সাধারণ সম্পাদক তাহসিন বাহার সূচনা ।

রেজিস্ট্রেশন প্রক্রিয়ার মাধ্যমে অনেক প্রতিযোগীর মধ্যে যাচাই বাছাই পরে ২৫ জন ব্রাইড এবং ২৫ জন মেকআপ আর্টিস্ট এতে নির্বাচিত হয়ে অংশগ্রহণ করেন। ব্রাইড হিসেবে অংশগ্রহণ করে অনুভূতি ব্যক্ত করতে গিয়ে তানজিন তিশা বলেন, প্রথমেই এমবি অ্যাসোসিয়েটস কে সাধুবাদ জানাই যে তারা এমন একটি উদ্যোগ গ্রহণ করেছে, দেশি বউ সাজকে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরতে প্লাটর্ফমটি কাজ কর যাচ্ছে। এমন আয়োজনের অংশ হতে পেরে ভালো লাগছে।