বঙ্গবন্ধুর ভাস্কর্য অবমাননার প্রতিবাদে বরগুনায় মানববন্ধন

'জাতির পিতার সন্মান, রাখবো মোরা অম্লান'-এই শ্লোগান সামনে রেখে বরগুনা জেলা প্রশাসক কার্যালয় চত্ত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুর ও বঙ্গবন্ধুকে অসম্মান করে কতিপয় ব্যক্তির মন্তব্যর প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করেছে সরকারি সকল বিভাগীয় কর্মকর্তা ও কর্মচারীরা। আজ শনিবার সকাল সাড়ে ১০ টা থেকে বেলা ১২টা পর্যন্ত জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহর সভাপতিত্বে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্যে রাখেন ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ এ,এইচ, ইছমাইল হোসেন, পুলিশ সুপার মারুফ হোসেন, সিভিল সার্জন মারিয়া হাসান, নির্বাহী প্রকৌশলী ফোরকান আহম্মদ, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মিজানুর রহমান, বরগুনা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুমা আক্তার, মহিলা বিষয়ক কর্মকর্তা মেহেরুন্নাহার মুন্নি, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান, কর্মচারী সমিতির সভাপতি আঃ রাজ্জাক মৃধা প্রমূখ।
বক্তারা বলেন, মুক্তিযুদ্ব আর স্বাধীনতার বিরোধীদের উত্তরসূরিরা নতুনভাবে মুক্তিযুদ্ধ আর বঙ্গবন্ধুর বিরুদ্ধে অবস্থান নিয়েছে। বাংলাদেশ, বঙ্গবন্ধু আর ৭১'র মুক্তিযুদ্ধ এক এবং অভিন্ন চেতনা। যারা আজ বিভিন্ন বক্তব্যে দিচ্ছেন বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিরুদ্বে তারা মূলত বাংলাদেশের বিরুদ্বে, মুক্তিযুদ্ধের চেতনা বিরোধীদের প্রতিনিধিত্ব করছে।
ভোরের আলো/ভিঅ/১২/১২/২০২০