বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন পানি সম্পদ প্রতিমন্ত্রীর

টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ও বরিশাল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম এমপি। বৃহস্পতিবার সকাল ১১টায় প্রতিমন্ত্রী বঙ্গবন্ধুর সমাধিস্থলে সুরা ফাতেহা পাঠ এবং বঙ্গবন্ধু সহ ১৫ আগস্ট নিহত জাতির জনকের পরিবারের সদস্যদের রুহের মাগফেরাত কামনা করেন।
পরে পানি সম্পদ প্রতিমন্ত্রী সমাধি কমপ্লেক্সের পাশে টুঙ্গিপাড়া খাল পরিদর্শন ও হেলিপ্যাড এলাকায় হেলিপ্যাড সম্প্রসারণ, সৌন্দর্য্য বর্ধন ও ওয়াকওয়ে নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন করেন। এ সময় দ্রুত প্রকল্পের কাজ শেষ করার নির্দেশ দেন তিনি।
পরিদর্শনকালে পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক ওয়াহেদ উদ্দিন চৌধুরী, প্রধান প্রকৌশলী আব্দুল হেকিম ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী সৈয়দ শহিদুল হক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।