বঙ্গবন্ধুর সমাধিতে বরিশাল সিটি মেয়র ও জেলা পরিষদ চেয়ারম্যানের শ্রদ্ধা

টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন বরিশাল সিটি করপোরেশনের মেয়র, জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান এবং মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
শনিবার ১৯ নভেম্বর বেলা ১টায় বরিশাল সিটি করপোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ ও জেলা পরিষদের চেয়ারম্যান ও মহানগর আওয়ামী লীগের সভাপতি এ কে এম জাহাঙ্গির হোসেন সহ সদস্যরা এবং বরিশাল মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ টুঙ্গিপাড়ায় জাতির জনকের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। এসময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল শহীদ সদস্য ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া ও মোনাজাত করেন।
এ সময় উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি ও চেম্বার সভাপতি সাইদুর রহমান রিন্টু, প্যানেল মেয়র গাজী নঈমুল হোসেন লিটু, মো. রফিকুল ইসলাম, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা আহসান হাবিব সহ সিটি করপোরেশনের কাউন্সিলর, মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।