আগৈলঝাড়ায় পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু

বরিশালের আগৈলঝাড়ায় গোসল করতে গিয়ে ষষ্ঠ শ্রেণির এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। গত রোববার দুপুরে উপজেলা পরিষদের পুকুরে অন্যান্য দিনের মতো সহপাঠিদের নিয়ে গোসল করতে গিয়ে আর পুকুর থেকে উ্রটতে পরেনি।
স্থানীয় এলাকাবাসী ও নিহত স্কুল ছাত্রের পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার বাকাল ইউনিয়নের ফুল্লশ্রী গ্রামের কালু ফকিরের ছেলে ও বিএইচপি একাডেমীর ষষ্ঠ শ্রেণির ছাত্র নবিনুর ফকির (১৩) রোববার দুপুরে উপজেলা পরিষদের পুকুরে অন্যান্য দিনের মতো সহপাঠিদের নিয়ে গোসল করতে যায়।
স্কুল ছাত্র নবিনুর ফকিরের পিতা কালু ফকির জানান, প্রতিদিনের মতো তার সহপাঠিদের নিয়ে গোসল করতে যায় উপজেলা পরিষদের পুকুরে। গোসল শেষে তার সহপাঠিরা পুকুর থেকে উঠে আসলেও নবিনুর ফকিরকে দেখতে না পেয়ে পরে তাকে খুঁজতে গিয়ে উপজেলা পরিষদের পুকুরের ঘাটলার নীচ থেকে তাকে উদ্ধার করা হয়। পরে তার স্বজনরা নবিনুরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডা. বখতিয়ার আল মামুন মৃত ঘোষণা করেন। স্কুল ছাত্র নবিনুর ফকিরের মৃত্যুর খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল হাশেম ও আগৈলঝাড়া থানা ওসি (তদন্ত) মো. মাজহারুল ইসলাম নিহত শিশুর বাড়ি গিয়ে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেন। রোববার বিকেলেই নিহত স্কুল ছাত্র নবিনুরের লাশ নিজ বাড়িতে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।