ববির রসায়ন বিভাগে সেমিনার অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের আয়োজনে ‘হাইয়ার এডুকেশন ইন ক্যামেসট্রি অ্যান্ড ইট’স জব প্রোসপেক্টস ইন দ্যা ইউএসএ’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২ ডিসেম্বর) বিকেল তিন টায় বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর একাডেমিক ভবনের কক্ষে এ সেমিনার আয়োজন করা হয়। সেমিনারে প্রধান অতিথি ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন।
রসায়ন বিভাগের চেয়ারম্যান ড.হালিমা বেগমের সভাপতিত্বে সেমিনারে বক্তব্য রাখেন, মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রেক্সাস এ অ্যান্ড এম ইউনির্ভাসিটির রসায়ন বিভাগের অধ্যাপক ড. আবুল কালাম। বিশেষ অতিথি ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. মিজানুর রহমান খান।
সেমিনারে সঞ্চালনা করনে, রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক ড. মাসুদ পারভেজ।
সেমিনারে আরো উপস্থিত ছিলেন, রসায়ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।