ববি শিক্ষক সমিতি নির্বাচনের ফলাফল

ববি শিক্ষক সমিতি নির্বাচনের ফলাফল

বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচনে ড. এমএ কাইয়ুম সভাপতি এবং ড. মো. আব্দুল বাতেন চৌধুরী সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছে। নির্বাচনে কাইয়ুম-বাতেন প্যানেল কার্যকরী কমিটির ১৫ সদস্যের মধ্যে ৩টি পদ এবং খোরশেদ-জ্যোতির্ময় প্যানেল সহসভাপতি ও যুগ্ম সাধারন সম্পাদক সহ ১২ পদে জয় পেয়েছে।  

বুধবার সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) বিরামহীনভাবে এই ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। ১৮৯ জন ভোটারের মধ্যে ১৫৪ জন শিক্ষক এই নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট গননা শেষে সন্ধ্যা সাড়ে ৭টায় প্রধান নির্বাচন কমিশনার ও গনিত বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. শাখাওয়াত হোসেন ফল ঘোষনা করেন। 

এতে ড. এম এ কাইয়ুম ও তার প্রতিদ্বন্ধি ড. খোরশেদ ৭১টি করে ভোট পান। পরে নির্বাচন কমিশনের লটারীতে কাউয়ুম সভাপতি নির্বাচিত হন। সাধারন সম্পাদক পদে আব্দুল বাতেন ৭৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি জ্যোতিময় বিশ্বাস ৬৮ ভোট পেয়েছেন। 

এছাড়া ড. বিজন কৃষ্ণ সাহা সহসভাপতি, সুজন চন্দ্র পাল যুগ্ম সম্পাদক ও রিফাত মাহমুদ কোষাধ্যক্ষ এবং নির্বাহী সদস্য হয়েছেন মো. আরিফ হোসেন, ড. তারেক মাহমুদ আবির, আবু জাফর মিয়া, ড. রেহানা পারভীন, রিফাত ফেরদৌস, সঞ্জয় কুমার সরকার, মো. সানভিন ইসলাম, অসীম কুমার নন্দি, মো. সাদেকুর রহমান ও সুনমা রানী সাহা। 

নির্বাচনে প্রধান কমিশনার গনিত বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. শাখাওয়াত হোসেন এই ফলাফল নিশ্চিত করে বলেন, গতকাল গননা শেষে অনানুষ্ঠানিকভাবে ফল ঘোষনা করা হয়েছে। আজ বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে চিঠি আকারে ফল ঘোষনা করা হবে।