বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) এর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সৈয়দ আসাদকে ক্লোজড করা হয়েছে। গত বৃহষ্পতিবার (২৫ এপ্রিল) রাতে মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মেট্রোপলিটনের সহকারী পুলিশ কমিশনার (ডিবি) নাসির উদ্দিন মল্লিক।
তিনি জানান, প্রশাসনিক কারণে এসআই সৈয়দ আসাদকে ক্লোজড করে পুলিশ লাইন্স-এ সংযুক্ত করা হয়েছে। তবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানিয়েছেন, ববিতে ভিসির অপসারণের দাবিতে গত ২৬ মার্চ থেকে আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছে শিক্ষার্থীরা। আর এই আন্দোলনরত শিক্ষার্থীদের নিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) এর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সৈয়দ আসাদ ফেসবুকে নেতিবাচক মন্তব্য করেন। যা প্রশাসনের উর্ধতন কর্মকর্তাদের জানানোর পরেই তাকে সরিয়ে নতুন একজনকে ফাঁড়ির দায়িত্ব দেয়া হয়েছে।