ববি শিক্ষক সমিতির আয়োজনে জাতীয় শোক দিবসে আলোচনা সভা

ববি শিক্ষক সমিতির আয়োজনে জাতীয় শোক দিবসে আলোচনা সভা

জাতীয় শোক দিবস উপলক্ষে বরিশাল বিশ্ববিদ্যালয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৫ আগস্ট) ববি শিক্ষক সমিতির আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ে উপাচার্য অধ্যাপক ড. মোঃ ছাদেকুল আরেফিন।

শিক্ষক সমিতির সভাপতি ড. মোঃ আব্দুল কাইউমের সভাপতিত্ব সভায় বিশেষ অতিথি  ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোঃ বদরুজ্জামান ভূঁইয়া ও অধ্যাপক ড. মোহাম্মদ মুহসীন উদ্দিন।

শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. আব্দুল বাতেন চৌধুরীর সঞ্চালনায় বিভিন্ন বিভাগের শিক্ষকরা বক্তব্য রাখেন। এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিপার্টমেন্টের শিক্ষক- শিক্ষার্থীরা। 

আলোচনা সভায় ১৯৭৫ সালের ১৫ই আগস্টের সেই কালোরাতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ স্বপরিবাকে নির্মমভাবে হত্যা কান্ডের স্মৃতিচারণ সহ ১৫ই আগস্ট এর তাৎপর্য তুলে ধরে বিভিন্ন দিক আলোচনা করা হয়।