ভাণ্ডারিয়ায় কৃষকদের বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় সোমবার (২৮নভেম্বর) উপজেলা প্রশাসন ও কৃষিসম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে উপজেলা অডিটরিয়ামে রবি ২০২২-২০২৩ মৌসুমে রবি ফসল আবাদ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র প্রন্ত্মিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়।
এ উপলক্ষে এক আলোচনা সভায় পিরোজপুরের কাউখালী উপজেলা নির্বাহী অফিসর(অ.দা.) মোছা.খালেদা খাতুন রেখার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কমৃকর্তা মো. আব্দুলস্নাহ আল মামুন, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো.লুৎফর রহমান,কৃষক নেতা মো.কবির হোসেন সিকদার,চাষি মো. মোস্ত্মাফিজুর রহমান প্রিন্স প্রমুখ।
পরে ভাণ্ডারিয়া পৌরসভাসহ উপজেলার বাকি ছয়টি ইউনিয়নের ১৯৬০জন প্রান্ত্মিক কৃষকের মাঝে গম,খেশারি,মুসরীসহ পর্যায়ক্রমে ৯টি আইটেমের প্যাকেজ এবং সার বিতরণ করেন কাউখালী উপজেলা নির্বাহী অফিসর (অ.দা.) মোছা.খালেদা খাতুন রেখা।
সরকারি কর্মকর্তা ও কর্মচারীতের দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ
পিরোজপুরের ভাণ্ডারিয়ায় গতকাল সোমবার উপজেলা পরিষদের উদ্যোগে পরিষদ অডিটরিয়ামে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীদের অফিসিয়াল প্রকিউরমেন্ট কাজের উপর দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
উপজেলা ভৌত যোগাযোগ ও অবকাঠামো উন্নয়ন কমিটি(পি.আই.সি)এর বাস্ত্মবায়নে উপজেলা পরিচালনা ও উন্নয়ন প্রকল্প,স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সী (জাইকা) এর সহযোগিতায় অনুষ্ঠিত প্রশিক্ষণে সভাপতিত্ব করেন পিরোজপুরের কাউখালী উপজেলা নির্বাহী অফিসর(অ.দা.) মোছা.খালেদা খাতুন রেখা। প্রশিক্ষণে ট্রেইনার ছিলেন পিরোজপুরের ইন্দুরকানী উপজেলা প্রকৌশলী (এল.জি.ইডি) লায়লা মিথুন। এসময় ভা-ারিয়া উপজেলা প্রকৌশলী(এল.জি.ইডি) মো.বদরম্নল আলম সহ সকল দপ্তরের কর্মকর্তা,কর্মচারী উপস্থিত ছিলেন