বরগুনায় গাড়ি ভাড়া দিতে দেড়ি হওয়ায় মা- ছেলেকে মারধরের অভিযোগ

বরগুনায় গাড়ি ভাড়া দিতে দেড়ি হওয়ায় মা- ছেলেকে মারধরের অভিযোগ
বরগুনা সদর উপজেলার ২নম্বর গৌরীচন্না ইউনিয়নের বড় গৌরীচন্না গ্রামের সেলিনা ও তার ছেলে হাসানকে মাত্র পঞ্চাশ টাকা মোটরসাইকেল ভাড়া দিতে দেরি হওয়ার কারনে মা-ছেলেকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। গত (২৫জুন) মঙ্গলবার আনুমানিক রাত নয়টার সময় মাদল, মামুন,বশার ও হাকিম সেলিনা বেগমের বাড়িতে গিয়ে মারধর করে।ঘটনার পরে সেলিনা বেগম ও হাসানকে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে-ইবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। অভিযুক্ত মাদল,মামুন,বশার ও হাকিম বরগুনা সদর উপজেলার ৩নম্বর ফুলঝুরি ইউনিয়নের গিলাতলী গ্রামের বাসিন্দা। অভিযুক্ত মাদল,মামুন,বশার ও হাকিমের সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করে পাওয়া যায়নি। এব্যাপারে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)আবির মোহাম্মদ হোসেন জানান এখন পর্যন্ত কোন অভিযোগ আসেনি, অভিযোগ এলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।