বরগুনায় জেলায় অধ্যক্ষসহ নতুন আক্রান্ত ২৪, মৃত্যু ১

বরগুনা সিভিল সার্জন অফিসের তথ্যমতে সোমবার থেকে আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘন্টায় নতুন করে একজন পুলিশ কর্মকর্তা,একজন চিকিৎসক, স্বাস্থ্য বিভাগের ৫ কর্মচারী সহ ২৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।
জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৪৩ জন।বরগুনার আমতলী থানার এস,আই, মেজবাহ উদ্দিন(৫৫) ২৬ জুন জ্বর কাশি নিয়ে আমতলী স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি হন।২৮ তারিখ রাতে তাকে বরিশাল পুলিশ হাসপাতালে ভর্তি করা হলে ২৯ জুন বিকালে তার মৃত্যু হয়। মৃত্যুর পরে তার রিপোর্ট পজিটিভ আসে।
এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত মৃত্যুর সংখ্যা ৩। নতুন আক্রান্তদের মধ্য বরগুনার পাথরঘাটা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার, বিএম,আশ্রাফুল তাহের সহ ৩ পুলিশ সদস্য, পাথরঘাটা স্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার ডাঃ আবুবকর সহ স্বাস্থ্য বিভাগের ৫ সদস্য রয়েছেন।
পাথরঘাটা জালাল উদ্দিন সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ স্বপন কুমার পাল রয়েছেন। আক্রান্তদের মধ্য বরগুনা সদর উপজেলায় ১৫ জন। পাথরঘাটায় ৬, বামনা ১,আমতলী, ১ ও তালতলীতে ১ জন। জেলায় মোট আজ সকাল ৮টা পর্যন্ত ২৪৩ জন আক্রান্ত।