বরগুনা সদর হাসপাতালে কর্তব্যরত ডাক্তার মশিউর রহমানের উপর বর্বরোচিত হামলা এবং হেনস্তার প্রতিবাদে বরিশালে মানবন্ধন কর্মসূচি পালন করেছে চিকিৎসকরা। সাধারণ চিকিৎসকদের আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে একাত্মতা প্রকাশ করেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ)।
গতকাল সেমাবার বেলা ১১টায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাল ভবনর মূল গেটের সামনে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) বরিশালের সভাপতি ডা. ইশতিয়াক হোসেন ও সাধারণ সম্পাদক ডা. মনিরুজ্জামান শাহীন সহ মানববন্ধনে বক্তব্য রাখেন ডা. এস এম সরোয়ার, ডা. বিপ্লব কুমার দাস, ডা. ইমরুল কায়েস, ডা. ফয়জুল হক পনির, ডা. কানিজ মিলি, ডা. এফ আর খান, ডা. সোহাগ, ডা. শিরীন সাবিহা তন্বী, ডা. আশিক দত্ত প্রমূখ। উপস্থিত ছিলেন ডা. সৌরভ সুতার, ডা. নুরুন্নবী তুহিন, ডা. মেহেদী হাসান বিপ্লব, ডা. কামাল মোস্তফাসহ আরো অনেকে।
সমাবেশে বক্তারা বলেন, একজন দায়িত্বরত চিকিৎসকর ওপর হামলা হলে সে নিরাপত্তাহীনতায় ভোগে। তারা নিরাপত্তা না থাকলে কাজ করবে কিভবে। নানা অজুহাতে চিকিৎসকদের লাঞ্ছত করা হয়। ব্যাপারে কোন পদক্ষেপও নেওয়া হয় না। তাই বরগুনায় ডা. মশিউর রহমানের ওপর হামলায় অংশগ্রহণকারী দুবৃত্তদের দ্রুত গ্রেপ্তার ও বিচার করার দাবি জানায় বক্তারা। দ্রুত ব্যবস্থা নওয়া না হলে পরবর্তীতে তীব্র আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেওয়া হয় কর্মসূচি থেকে।
উল্লেখ্য, গত ১৯ জুন বরগুনা সদর হাসপাতালে চিকিৎসারত ১৪ বছরের এক কিশোরী রোগীর মৃত্যু হয়। ওই ঘটনাকে কেন্দ্র করে নিহতের স্বজনরা সেখানকার কর্ত্যব্যরত ডাক্তার মশিউর রহমানের কক্ষে ঢুকে তার ওপর হামলা চালায়। হামলার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সারা দেশের চিকিৎসক সমাজ তীব্র প্রতিক্রিয়া জানায়।