বরগুনায় স্ত্রীকে পিটিয়ে জখম করার অভিযোগ

যৌতুকের দাবীতে স্ত্রী মানসুরা বেগমকে পিটিয়ে জখম করার অভিযোগে বরগুনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে স্বামীর বিরুদ্ধে মামলা করেছে স্ত্রী। ওই ট্রাইব্যুনালের বিচারক মো: হাফিজুর রহমান বরগুনা মহিলা উন্নয়ন সংস্থাকে মামলাটি তদন্ত করে ৭ দিনের মধ্যে অনুসন্ধানি প্রতিবেদন দাখিল করার নির্দেশ দিয়েছেন।
এ ঘটনাটি ঘটেছে শনিবার বিকালে বরগুনা সদর উপজেলার জেলখানা গ্রামে আসামীরা হল, একই গ্রামের সেন্টু হাওলাদারের ছেলে বেল্লাল হোসেন, তার বাবা সেন্টু হাওলাদার ও মা সেলিনা বেগম।
মামলা সূত্রে জানা যায়, বাদী মানসুরা বেগমের সঙ্গে ২০০৯ সালের ২৮ ফেব্রুয়ারী রেজিস্ট্রী কাবিনমুলে বিয়ে হয়। এদের দুটি সন্তানও হয়। শনিবার বিকালে বেল্লাল হোসেন ও তার মা বাবা একটি মোটর সাইকেল কেনার জন্য মানসুরার কাছে ২ লাখ টাকা যৌতুক দাবী করে। মানসুরা যৌতুক দিতে অস্বীকার করলে বেল্লাল ও তার বাবা সেন্টু মিয়া ও মা সেলিনা বেগম মানসুরাকে পিটিয়ে রক্তাক্ত জখম করে শিশু সন্তান ২টি নিয়ে যায়।
মানসুরা বলেন, আসামীদের নির্যাতনে আমার শরীরে রক্তাক্ত জখম হয়। আমি আহত হয়ে আমার বাবা সেলিম মিয়াকে সংবাদ দিলে আমার ভাই মাসুম বিল্লাহকে নিয়ে আমার স্বামীর বাড়ীতে এসে আমাকে বরগুনা সদর হাসপাতালে নিয়ে চিকিৎসা করায়। আমার স্বামী আমাকে তালাক দেওয়ার হুমকি দেয়।
আসামী বেল্লাল হোসেনের ফোন বন্ধ থাকায় যোগাযোগ করা যায়নি। শনিবার বরগুনায় মামলা করতে গেলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামলা নেয়নি।
বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী আহম্মেদ বলেন, এ ব্যাপারে বরগুনা থানায় কেহ মামলা করতে আসেনি। মামলা করতে আসলে অবশ্যই মামলা নিতাম।