বরগুনায় স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন অনুষ্ঠিত

বরগুনায় স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন অনুষ্ঠিত

বরগুনা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হলো বরগুনা সদর উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।  

বৃহস্পতিবার বরগুনা সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো: সাখাওয়াত হোসেন সুজন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বরগুনা জেলা আওয়ামী লীগের সাধারণ  সম্পাদক মো: জাহাঙ্গীর কবীৱ, বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের এ কে এম আজিম, সাংগঠনিক সম্পাদক আবিদ আল হাসান, উপকৃষি সম্পাদক এম আফসারুজ্জামান, জাতীয় পরিষদ সদস্য আসাদুজ্জামান রনো, বরগুনা পৌরমেয়র কামরুল আহসান মহারাজ, বরগুনা সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো: সিদ্দিকুর রহমান ও সাধারণ সম্পাদক অ্যাড. শাহ মোহাম্মদ ওয়ালিউল্লাহ্।
  
প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী  স্বেচ্ছাসেক লীগের সাধারণ সম্পাদক শরীফ ইলিয়াস আহম্মেদ স্বপন। সম্মেলন উদ্বোধন করেন বরগুনা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি  কে. এম. আঃ রশিদ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সদর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আলাউদ্দিন আহাম্মেদ ও পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো: নজরুল ইসলাম।