চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা ১০ দিন পেছাল

চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা ১০ দিন পেছাল

প্রাকৃতিক দুর্যোগের চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা ১০ দিন পেছাল।

আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয়ক প্রফেসর তপন কুমার সরকার শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষা আগামী ১৭ তারিখের পরিবর্তে ২৭ আগস্ট থেকে শুরু হবে। 

 

এ ছাড়া মাদ্রাসা ও কারিগরি শিক্ষাবোর্ডের এইচএসসি ও সমমানও পরীক্ষাও ২৭ আগস্ট থেকে শুরু হবে। অন্যান্য বোর্ডগুলোর পরীক্ষা যথারীতি আগামী ১৭ আগস্ট থেকে প্রকাশিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যার সপ্তম দিনেও স্বাভাবিক হয়নি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা। উপজেলার সাতটি ইউনিয়নের মানুষ এখনো পানিবন্দী জীবনযাপন করছে। সাত দিনে বন্যায় এ পর্যন্ত মারা গেছে ১৬ জন। সাতকানিয়া উপজেলায় নিখোঁজ রয়েছে তিনজন। সাতকানিয়ার পাশাপাশি বন্যার কবলে পড়েছে লোহাগাড়া ও চন্দনাইশ উপজেলায়। এ তিন উপজেলায় বেশিরভাগ এলাকা বন্যা কবলিত হয়েছে।

বন্যায় ঘর-বাড়ি, ফসলি জমি ও ব্যবসা প্রতিষ্ঠানসহ সবমিলিয়ে ১৩৫ কোটি ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে জেলা ত্রাণ ও পুনর্বাসন বিভাগ।